Love talk

ভালোবাসার রোমান্টিকতা মানে,
বৃষ্টিতে ভিজতে ভিজতে
ঠাডা পইরা দুইজন মইরা যাওয়া!!


~~~ মাহফুজ পিন্টু ~~~
পাগলি বউ আমার
" আচ্ছা এই সুন্দর দিনে আমায় কি
দিবে? "
" কি চাও তুমি? "
" আমি তো অনেক কিছুই চাই! কিন্তু
তুমি কি দিতে পারবে সব? "
" বলেই দেখ না! যতটুকু পারি ততটুকুই
দেয়ার চেষ্ঠা করবো। "
" তাইলে বলি! "
" হুম বলো "
" কয়েকটি ফুল খোপাঁ বাধবো তাই,
কিছু কাচের চুড়ি এই লাল-নীল-
বেগুনী-গোলাপি হলেই হবে, একটি
মেহেদি,কাজল চোখে দিবো, আর আর
একটি কালো টিপ কপালে পড়বো তাই
.......... এগুলো হলেই হবে! "
" এই বেস আত কিচ্ছু লাগবে না? "
" না! আর কি লাগবে? "
" শাড়ি ? "
" না থাক! গত বছরেরটা আছে না ওটায়ই
হবে। "
" সত্যি হবে তো "
" হুম! বাবা হবে হবে! আর শাড়ির এখন
অনেক দাম ওটা লাগবে না! "
এই হচ্ছে আমার বউ কেয়া কথা। এই
নববর্ষে এগুলোই লাগবে পাগলিটার।
শাড়ির দাম বেশি বলে ওটা লাগবে
না বলে দিছে!পাগলিটা এত্ত ভালো
কেন? মাঝে মাঝে নিজেই ভেবে
পাইনা আমি!
সন্ধ্যা ৭:৩০ মিনিট,
কলিঁ বেল বাজিয়ে দাড়িয়ে আছি
দড়জার বাইরে। কেয়া এসে দড়জা
খুললেই ভিতরে ডুকলাম আর বললাম,
" এক গ্লাস পানি দেও তো। "
" তুমি বসো! আমি নিয়ে আসছি। "
এই নেও কেয়া তোমার টিপ,চুড়ি,কাজল,
মেহেদি,আর ফুল নিয়ে আসিনি ওটা
কাল সকালে নিয়ে আসবো।
" ঠিক আছে! থ্যাংকু পাগল "
" আরও একটা গিফট আছে "
হাতটা বাড়িয়ে শাড়ির ব্যাগটা ওর
হাতে দিলাম।
"কি এটা?"
" খুলেই নাহয় দেখ! "
" শাড়ি..... তোমায় না বলছি লাগবে
না শাড়ি "
" হুম! তাতে হয় পাগলি! নববর্ষে নতুন
শাড়ি পড়বেনা তা হয় নাকি "
ওর চোখে পানি দেখা যাচ্ছে অল্প!
না এটা ওর হয়তো সুখের কান্না
আনন্দের কান্না! কাদঁলে মেয়েটাকে
একদম বাচ্চা বাচ্চা লাগে।
" তুমি আমাকে এত্ত ভালোবাসো
পাগল? "
" কতটা ভালোবাসি বলতে পারবো
না! কিন্তু তোমায় ছাড়া এক পা ও
চলতে পারবো না এটা জানি!
তোমায় ছাড়া আমার জীবন বৃথা এটা
জানি! এক পলক না দেখলে অস্থির হয়ে
যাই এটা জানি! তোমার চোখে
কান্না দেখতে আমার বুকটা ফেটে
যায় এটা জানি! এর নামই যদি
ভালোবাসা হয় তাইলে তোমায়
এত্তগুলান ভালোবাসি পাগলি! "
" লাভ ইউ পাগল! লাভ ইউ বেরি মাচ! "
" হইছে হইছে! যান ক্ষুদা লাগছে কিছু
খেতে দিন "
" হা হা হা হা! দিচ্ছি ! দাড়াও তার
আগে একটা গিফট আছে তোমার জন্য?"
" কি? "
" এই নেও পাঞ্জাবি! নববর্ষে এটা
পড়বে তুমি! "
" পাঞ্জাবি! টাকা কই পেলে? "
" ইয়ে....মানে.... "
" ইয়ে মানে করছো কেন! কই পেলে
বলো? "
কান্না কান্না সরে,
" না মানে! সংসার খরচের যে টাকা
তুমি আমার................!!!!!

Comments

Popular Posts